পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯, উদ্ধার অস্ত্র

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মোট ১,৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭৯৯ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, বাকিরা অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত এই অভিযানের তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি দেশীয় এলজি, একটি দেশীয় ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, ৮ রাউন্ড তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, দুটি রামদা, একটি একনলা বন্দুক, একটি বার্মিজ চাকু এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।