শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং দেবর তারিক আহমেদ সিদ্দিকসহ প্রচ্ছায়া লিমিটেডের আট পরিচালকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন—শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তারিক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং দুই কন্যা শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।

আবেদনে বলা হয়, রূপপুর প্রকল্পের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি অনুসন্ধান চলছে। ইতোমধ্যে সাত সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা পরিবারসহ দেশত্যাগের চেষ্টা করছেন, যা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

তাদের দেশত্যাগ ঠেকাতে আদালতের অনুমতি নিয়ে পুলিশ স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করেন।

Nagad