পেহেলগামের ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর তীব্র সমালোচনায় শহীদ আফ্রিদি
পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, পাকিস্তান অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। এ পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।
পাকিস্তানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘সন্ত্রাসীরা এক ঘণ্টা ধরে পেহেলগামে মানুষ হত্যা করেছে, অথচ ৮ লাখ ভারতীয় সৈন্যের একজনও সেখানে পৌঁছেনি। পরে যখন তারা আসে, তখন পাকিস্তানকে দোষারোপ করে।’


আফ্রিদি আরও দাবি করেন, পেহেলগামে কোনো সন্ত্রাসী হামলা হয়নি। তার ভাষায়, ‘ভারত নিজেই সন্ত্রাসবাদ চালায়, নিজের জনগণকে হত্যা করে এবং পরে পাকিস্তানের ওপর দোষ চাপায়।’
তিনি জোর দিয়ে বলেন, কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির শিক্ষা দেয় এবং পাকিস্তান কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। বরং পাকিস্তান সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতে খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন আফ্রিদি। তিনি বলেন, ‘২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমি পাকিস্তান দলের অধিনায়ক ছিলাম। সফরের আগে আমরা অনেক হুমকি পেয়েছিলাম। আদৌ আমরা যাব কিনা, তা তখন অনিশ্চিত ছিল।’
ক্রীড়াক্ষেত্রেও ভারতের ‘বাজে কূটনীতির’ সমালোচনা করেন আফ্রিদি। তার ভাষায়, ‘তারা তাদের কাবাডি দল পাকিস্তানে পাঠাতে পারে, কিন্তু ক্রিকেট দল পাঠাতে পারে না। যদি বন্ধ করতে চান, পুরোপুরি করুন; নয়তো খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখুন।’