পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা , নিহত ১৭ সন্ত্রাসী
জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে সংঘর্ষে অন্তত ১৭ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর একদিন আগেই একই সীমান্তে ৫৪ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছিল তারা।


আইএসপিআর এক বিবৃতিতে জানায়, নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এসব সন্ত্রাসী নিহত হন। ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পরিচালিত ধারাবাহিক অভিযানে মোট ৭১ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিহতরা ‘ভারতীয় প্রভুদের’ নির্দেশে কাজ করছিল বলেও দাবি করেছে আইএসপিআর।
এর আগে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছিল, ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার আড়ালে অনুপ্রবেশের এই চেষ্টাগুলো করা হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশ অনিরাপদ ও উন্মুক্ত। এই সীমান্ত দিয়েই প্রায়ই সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
চলতি মাসের শুরুতেও উত্তর ওয়াজিরিস্তান সীমান্তে অনুপ্রবেশের সময় অন্তত আট সন্ত্রাসীকে হত্যা করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।