হজযাত্রা শুরু, ৩৯৮ যাত্রী নিয়ে ছেড়েছে প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

ফাইল ছবি

সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৩৮০৩ জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

এবার ইমিগ্রেশন কার্যক্রম করা হচ্ছে হজ ক্যাম্পেই, বিমানবন্দরে নয়। ক্যাম্প থেকেই বোর্ডিং পাস নিয়ে সরাসরি ফ্লাইটে উঠতে পারছেন হজযাত্রীরা।

হজযাত্রীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো লাগেজে বিশেষ ‘কালার ট্যাগ’ যুক্ত করা হয়েছে। এতে লাগেজ সরাসরি সৌদি আরবে হাজিদের নির্ধারিত হোটেলে পৌঁছে যাবে। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা।

তারা জানিয়েছেন, বায়তুল্লাহ শরীফে পরিবার-পরিজন ও দেশ-জাতির কল্যাণে প্রার্থনা করবেন।

এ বছর হাজিদের জন্য যোগাযোগ সুবিধাসহ নানা প্রয়োজনীয় ফিচার সংবলিত একটি মোবাইল অ্যাপও চালু করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার হজযাত্রীর ভিসা হয়নি বলে জানা গেছে।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি হজযাত্রীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের সম্মান রক্ষার আহ্বান জানান।

Nagad

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশ নেবেন।

তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে ২৩২টি প্রাক-হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বাংলাদেশ বিমানে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া এয়ারলাইন্সে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাসে ১৩ হাজার ৬৫ জন যাত্রী পরিবহন করা হবে। প্রাক-হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।