‘মানবিক কারণে’ ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ইউক্রেনে ৭২ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। কিয়েভকে এই বিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ক্রেমলিন।
সোমবার (২৮ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, রুশ বাহিনী ৭-৮ মে মধ্যরাত থেকে ১০-১১ মে মধ্যরাত পর্যন্ত লড়াই বন্ধ রাখবে। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে সংঘাতে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা আসে।


ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এই সময়ে সব ধরনের শত্রুতা বন্ধ থাকবে। ‘মানবিক কারণে’ পুতিন এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানানো হয়।
বিবৃতিতে কিয়েভকে যুদ্ধবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে সতর্ক করা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়ার সশস্ত্র বাহিনী ‘যথাযথ ও কার্যকর জবাব’ দেবে।
এই ঘোষণার বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।