ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সিএনবি প্রকল্পের প্রচার অভিযান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ”করব না আর বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, মেয়ারা বোঝা নয় সুযোগ দিলেই সম্পদ হয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহের ঝুঁকি, জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহের প্রভাব কমানো, বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযোগিতায় উপজেলার কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত প্রচার অভিযানে ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সভাপতি তাসলিমা সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুল হাকিম প্রশিক্ষক উপজেলা যুব উন্নয়ন, ইলিয়াস আলী টেকনিক্যাল অফিসার সিএনবি প্রকল্প, আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইয়ুথ প্লাটফর্ম ভূরুঙ্গামারী, ইয়াকুব রহমান শ্রাবন জেলা সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জেসমিন আক্তার ও ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।


তাসলুবা জান্নাত কেয়া ও মিলন চন্দ্র বর্মণের পরিচালনায় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, শিমুল বাড়ি যুব নাট্য দলের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলার দশটি ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, যুব প্লাটফর্মের সদস্যগণ, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।