ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন ফারুকী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন। ওই দিন আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বিনোদন অঙ্গনের অনেক তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। এ নিয়ে আজ সোমবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মতামত প্রকাশ করেন।


ইরেশ যাকের প্রসঙ্গে ফারুকী বলেন, ‘এখন নিজে সরকারের অংশ, অ্যাক্টিভিস্ট নই। তাই কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে এটি গভীরভাবে অস্বস্তিকর এবং উদ্বেগজনক।’
মামলার প্রসঙ্গে ফারুকী আরও বলেন, ‘মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের করা মামলা নয়। এখন সবাই মামলা করার স্বাধীনতা পেয়েছে, তবে কেউ কেউ সেটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ সঠিক তদন্ত করবে এবং সত্যের পক্ষে দাঁড়াবে। যদি অভিযোগ সত্য হয়, ব্যবস্থা নেওয়া হবে; আর মিথ্যা হলে তা বাতিল হবে।’