৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


তিনি জানান, আগামী ৮ মে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি, আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ দফা দাবির বিষয়ে আলোচনা করতে সরকারের উচ্চপর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, পিএসসির দীর্ঘমেয়াদি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি শিগগিরই আলোচনায় বসবে।
উল্লেখ্য, ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং এর সময়সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছিল পিএসসি। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী।