ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা অনুসারে রোববার (২৭ এপ্রিল) ইসি গেজেট প্রকাশ করেছে বলে সূত্র জানিয়েছে।
এর আগে, গত ২২ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। ইতিবাচক মতামত পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে গেজেট জারির সিদ্ধান্ত নেন।


২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন, যেখানে ইশরাক হোসেন পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। ফলাফলের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন ইশরাক।
তবে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোটের গেজেট প্রকাশ করেছিল এবং শেখ ফজলে নূর তাপস শপথ নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাপসকে মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।