সিন্ধুতে হয় পানি, না হয় বইবে ভারতীয়দের রক্ত: বিলাওয়াল ভুট্টো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

সিন্ধু নদে পানি প্রবাহ বন্ধ করে দিলে সেখানে ভারতীয়দের রক্ত বইবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বিলাওয়াল বলেন, ‘সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনও সিন্ধু নদে নিজেদের দাবি থেকে সরে আসবে না। ভারত যদি পানি প্রবাহ বন্ধ করে, তবে সিন্ধুতে বইবে ভারতীয়দের রক্ত।’

শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পেহেলগামে সন্ত্রাসী হামলার অজুহাতে ভারতের পানিচুক্তি থেকে একতরফা সরে যাওয়ার প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করছেন, কিন্তু প্রকৃত রক্ষকরা পাকিস্তানে আছেন। সিন্ধু আমাদের, এবং তা আমাদেরই থাকবে।’

তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় কেউই সিন্ধু নদ থেকে পাকিস্তানের পানির প্রবাহ বন্ধের চেষ্টা সহ্য করবে না।

এর আগে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এতে পাকিস্তানের ওপর পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ তোলে ভারত। এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয়।

জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। তারা ভারতীয় বিমান চলাচলে আকাশসীমা বন্ধসহ সীমান্ত ক্রসিং ও ভিসা সুবিধা বাতিল করে।

Nagad

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানিয়েছেন, ‘সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানিয়েছে, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে সেটিকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে এবং যথাযথ জবাব দেওয়া হবে।