রোমিং বিল এখন টাকায় পরিশোধের অনুমতি পেল মোবাইল অপারেটররা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

বিদেশে গিয়ে বাংলাদেশি সিম ব্যবহারে রোমিং সেবার বিল এখন থেকে টাকায় নেওয়ার অনুমতি পেয়েছে মোবাইল অপারেটররা। গ্রাহকদের জন্য রোমিং সেবা সহজ করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন গ্রাহকের কাছ থেকে প্রতি সফরে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং বিল আদায় করা যাবে।

রোমিং সেবা চালুর ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যেমন—একাধিক মোবাইল নম্বর বা অপারেটর থাকলেও নির্ধারিত সীমা অতিক্রম করা যাবে না, ভ্রমণকারীর বৈধ ভিসা ও টিকিট থাকতে হবে এবং রোমিং সেবা ভ্রমণের এক সপ্তাহ আগে চালু করতে হবে।

এছাড়া অপারেটররা বিদেশি নেটওয়ার্ক অপারেটরদের অর্থ পরিশোধ করতে পারবে। তবে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হবে।

এতদিন রোমিং সেবার জন্য গ্রাহকদের আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিল পরিশোধ করতে হতো। এবার সেই বাধা কাটিয়ে টাকাতেই এ সেবা নেওয়ার সুযোগ তৈরি হলো।

Nagad