বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের অর্থ সম্পাদক হলেন আব্দুল কুদ্দুস

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নতুন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের কৃতি সন্তান আব্দুল কুদ্দুস। শনিবার (১৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মো. রাসেদ খানসহ সংগঠনের শীর্ষ নেতারা।

নতুন অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আব্দুল কুদ্দুস বলেন, “এটি আমার জন্য একটি বড় দায়িত্ব। আমি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের আর্থিক কার্যক্রম সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করবো ইনশাআল্লাহ।” তিনি শ্রমিকদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত এবং শ্রমিক আন্দোলনসহ নানা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে সক্রিয় ছিলেন। বিশেষ করে বিগত সময়ে শ্রমিক অধিকার আদায়ের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিলো উল্লেখযোগ্য।

তিনি মোকছেদ আলী ও কহিনূর বেগম দম্পতির সন্তান। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের মাদ্রাসা মোড় এলাকায়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শ্রমিকবান্ধব হবে।

Nagad