ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা ডিএসসিসির ওয়ার্ড সচিব
ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


ডিএসসিসি সূত্রে জানা যায়, সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় অবস্থিত একটি নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারের ছাড়পত্র দিতে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন কুতুবউদ্দিন সোহেল। লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম অভিযোগ দায়ের করলে দুদক অভিযানে নামে।
অভিযোগে বলা হয়, সরেজমিন পরিদর্শনে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ঘুষ দাবি করেন ওয়ার্ড সচিব। এরপরই পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।