আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে: রিজভী
আওয়ামী লীগ নেতাদের ‘জামাই আদরে’ আদালতে হাজির করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার থেকে যেটুকু প্রত্যাশা ছিল, বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। গণতন্ত্রের কাঠামো তৈরির প্রস্তুতি দুর্বল।” তিনি অভিযোগ করেন, “স্বৈরাচারের খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া ও খালেদা জিয়ার বিচার দাবি করছে।”


আওয়ামী লীগ নেতা শাজাহান খানসহ কিছু আসামির আচরণ প্রসঙ্গে রিজভী বলেন, “তারা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, পুলিশকে উপেক্ষা করছে। এটা অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার দীর্ঘ দুঃশাসনের পরও ক্ষমা চাওয়ার পরিবর্তে এখন হুমকি-ধমকি দিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ। প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু ব্যক্তির ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।”
রিজভীর দাবি, দেশে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েছে। “পাচার করা টাকার জোরে শেখ হাসিনা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন,”—এমন অভিযোগও তোলেন তিনি।
তিনি আরও জানান, “বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে, এমনকি মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।” তার মতে, এসব ঘটনায় নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্টরা এ ধরনের দুঃসাহস দেখাতে পারত না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ।