বানারীপাড়ায় ‘না দাবি মুক্তিপত্র’ থাকার পরও বিধবার জমি দখলের পাঁয়তারা

বরিশালের বানারীপাড়ায় “না দাবি মুক্তিপত্র” থাকা সত্ত্বেও এক সংখ্যালঘু বিধবার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় এই পাঁয়তারা চালাচ্ছেন সাবেক ইউপি সদস্য রিপনচন্দ্র বড়াল।

জানা গেছে, বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের মৃত নিখিল চন্দ্র বড়াল তালতলা এলাকায় সৈয়দকাঠী ইউনিয়নের তিনজন ব্যক্তি—নির্মল চন্দ্র বড়াল, অশোক বড়াল ও রিপনচন্দ্র বড়াল—এর কাছ থেকে মোট ৪১.৩৮ শতাংশ জমি “না দাবি মুক্তিপত্র”-এর মাধ্যমে বরিশাল নোটারি পাবলিক কার্যালয়ে রেজিস্ট্রিকৃতভাবে ক্রয় করেন।

নিখিল চন্দ্র বড়াল জীবিত অবস্থায় উক্ত সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল না। তবে তার মৃত্যুর পর স্ত্রী কঙ্কন বড়াল এবং সন্তান নিহার ও কিশোর বড়াল ওই জমিতে বসবাস করলেও, জমির দাতা রিপনচন্দ্র বড়াল এখন ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কিছু ক্ষমতাবান ব্যক্তি ও প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় রিপনচন্দ্র বড়াল পরিবারটিকে হুমকি দিচ্ছেন এবং জমি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছেন। বিধবা কঙ্কন বড়াল জানান, “আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের ওপর যেন কোনো অন্যায় না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

উল্লেখ্য, এর আগেও রিপনচন্দ্র বড়ালের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অফিসার সেজে চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ রয়েছে।

অসহায় বিধবার পরিবারটি এখন প্রশাসনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু বিচার প্রত্যাশা করছে।

Nagad