ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল করল আপিল বিভাগ
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ও মামলার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন।


এর মাধ্যমে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের করা আপিল মঞ্জুর হলো।
এর আগে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন ড. ইউনূসসহ সাতজন। শুনানি শেষে ২০২৩ সালের ২৪ জুলাই হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দেন। পরে আপিল বিভাগে আবেদন করেন ইউনূস।
এই মামলার বাদী ছিলেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। তিনি ২০২৩ সালের ৩০ মে অভিযোগ করেন, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তর করেছেন। ওই মামলায় ১৪ জনকে আসামি করা হয়।
২০২৩ সালের ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ অভিযোগ গঠন করেন। এরপর অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলা বাতিলের আবেদন করেন ইউনূস।
আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ গঠনের আদেশ বেআইনি। এখানে শ্রমিকের টাকা সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে গেছে, যা কোম্পানির টাকা নয়। এ মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছিল।”
তিনি আরও জানান, মামলাটি একবার দুদকের পক্ষ থেকেই প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, অথচ কোনো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। “আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি—এটি আইনত টিকবে না,” বলেন তিনি।
রাষ্ট্রপক্ষে মামলায় ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হোসাইন।