সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, বিমা ও পেনশনের সুপারিশ শ্রম সংস্কার কমিশনের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, বিমা এবং পেনশন চালুর সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়।

অন্তর্বর্তী সরকার গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের এ কমিশন গঠন করে।

প্রতিবেদনে সব ধরনের সংবাদমাধ্যমে (প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন) কর্মরত সাংবাদিকদের জন্য ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (কন্ডিশন অব সার্ভিস) অ্যাক্ট, ১৯৭৪’-এর আদলে পৃথক আইন প্রণয়ন অথবা বিদ্যমান শ্রম আইনে আলাদা অধ্যায় সংযোজনের সুপারিশ করা হয়েছে।

কমিশনের মতে, ‘সংবাদপত্র শ্রমিক’ শব্দটির পরিবর্তে ‘গণমাধ্যম কর্মী’ শব্দটি ব্যবহার করে তাতে অনলাইন, রেডিও, টেলিভিশনসহ সব ধরনের মিডিয়াকে অন্তর্ভুক্ত করা উচিত। একইসঙ্গে সাংবাদিকদের জন্য নিয়োগপত্র বাধ্যতামূলক করা, সুনির্দিষ্ট কর্মঘণ্টা, ছুটি এবং নারী সাংবাদিকদের মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকরের সুপারিশ করা হয়।

সুপারিশে আরও বলা হয়, ভিডিও কভারেজসহ অন্যান্য মিডিয়া সহকারীদের ‘চিত্র সাংবাদিক’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। সাংবাদিকদের নিয়মিত বেতন প্রদানে মালিকপক্ষকে প্রতি মাসের বেতন সংক্রান্ত তথ্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকা উচিত।

এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও কার্যকর করে সাংবাদিকদের প্রকৃত কল্যাণে কাজে লাগানোর ওপর জোর দিয়েছে কমিশন।

Nagad