ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সিটি কলেজ বন্ধ
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা সিটি কলেজ দুই দিন (বুধবার ২৩ এপ্রিল ও বৃহস্পতিবার ২৪ এপ্রিল) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে এ সিদ্ধান্ত জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন।


বেলা ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে তারা ইটপাটকেল ছোড়াছুড়ি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। বিকেল ৩টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসাইন বলেন, ‘সিটি কলেজের স্থাপনায় হামলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে—এগুলো তদন্ত হওয়া উচিত। সমস্যা সমাধানে মারামারি নয়, আলোচনা ও আইনগত পথই শ্রেয়। সংঘর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ও শিক্ষার্থীদের ক্ষতি হয়।’
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, ‘সংঘর্ষের পেছনে প্রেম, আধিপত্য বিস্তার এবং কে কাকে কী বলেছে—এসব কারণ রয়েছে। আমরা দুই কলেজের শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। বিষয়টি সমাধানের দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছে।’
তিনি আরও আশা প্রকাশ করেন, শিক্ষকরা আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবেন।