বাংলাদেশ থেকে ৭২৫ সৈন্য নেবে কাতার: প্রেস সচিব
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নিয়োগ দেবে কাতার। প্রতি তিন বছর পরপর এসব সৈন্য রোটেশন ভিত্তিতে পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারে আয়োজিত ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


শফিকুল আলম বলেন, ‘কুয়েতে দীর্ঘদিন ধরে শান্তিরক্ষার দায়িত্ব পালন করছেন বাংলাদেশি সৈন্যরা। এবার কাতারও বাংলাদেশের ৭২৫ সৈন্য নিতে চায়। আমরা চেষ্টা করছি এ সংখ্যা বাড়িয়ে ১,৬০০ বা তার বেশি করার।’
তিনি জানান, কাতারে সৈন্য পাঠানোর বিষয়টি তাকে নিশ্চিত করেছেন সামরিক সচিব এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) প্রধান। প্রয়োজনে দুই মাসের মধ্যেই বাংলাদেশ সৈন্য পাঠাতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
প্রেস সচিব আরও জানান, কাতারের সঙ্গে শ্রমিক পাঠানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এলএনজি উৎপাদনে বিশ্বসেরা কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি রয়েছে। তবে দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে গ্যাস সরবরাহ নিশ্চিতে কম দামে এলএনজি আমদানি বাড়াতে চায় সরকার।
তিনি বলেন, “কাতারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে গ্যাস সরবরাহ চুক্তি সম্প্রসারণে আলোচনা চলবে।”