আর্থিক তছরুপ মামলায় মহেশবাবুকে তলব করল ইডি
আর্থিক তছরুপ মামলায় দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা মহেশবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। আগামী ২৭ এপ্রিল তাকে হাজির হতে বলা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হায়দরাবাদের রিয়েল এস্টেট সংস্থা সাই সুরিয়া ডেভলোপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে এই তলব করা হয়েছে। ওই দুটি প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেছিলেন মহেশবাবু।


তদন্তে উঠে এসেছে, সাই সুরিয়া ডেভলোপারস ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মহেশবাবুকে প্রায় ৬ কোটি টাকা প্রদান করে। এর মধ্যে সাড়ে ৩ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে এবং বাকি আড়াই কোটি নগদে দেওয়া হয়। ইডির ধারণা, নগদ লেনদেনের অর্থ রিয়েল এস্টেট জালিয়াতির সঙ্গে জড়িত।
১৬ এপ্রিল হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদে ইডি অভিযান চালিয়ে প্রায় ১০০ কোটি টাকার লেনদেন সংক্রান্ত নথিপত্র এবং নগদ অর্থ উদ্ধার করে, যার মধ্যে সুরানা গ্রুপের কাছ থেকেই উদ্ধার হয় ৭৫ লাখ টাকা।
তেলঙ্গানা পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, একই জমি একাধিকবার বিক্রির চেষ্টা, চুক্তি ছাড়া টাকা আদায় এবং জমির রেজিস্ট্রিতে অনিয়মের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
মহেশবাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজ্ঞাপন দেওয়ায় অনেক মানুষ প্রজেক্টে বিনিয়োগে আগ্রহী হয়ে প্রতারণার শিকার হয়েছেন। যদিও সরাসরি দুর্নীতিতে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে নগদে লেনদেনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে ইডি।
বিষয়টি তদন্তাধীন রয়েছে, এবং প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।