পারভেজ হত্যাকাণ্ড: ইউনিভার্সিটি অব স্কলার্সের সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে সোমবার (২১ এপ্রিল) তাদের বহিষ্কারের চিঠি ইস্যু করা হয়েছে। তদন্তে তাদের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানায় কর্তৃপক্ষ।


বিশ্ববিদ্যালয় জানায়, এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে উঠে আসা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তদন্ত চলাকালে বহিষ্কৃতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। পুলিশি প্রতিবেদন বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এর আগে, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. রায়হানা বেগম জানান, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিহত পারভেজের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
পুলিশ ও মামলার এজাহারে জানা যায়, পারভেজ বিশ্ববিদ্যালয়ের পাশের গলিতে চা-সিঙ্গাড়া খেতে গেলে তিনজন ছাত্রী তাকে ‘হাসাহাসি’ করার অভিযোগে তাদের বন্ধুদের ডাকেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় মীমাংসা হলেও অভিযুক্ত মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী কয়েকজন যুবককে ডেকে এনে পারভেজের ওপর হামলা চালায়। দৌড়ে পালানোর সময় পারভেজকে গেটে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।