গুলশানে অটোরিকশাচালকদের তাণ্ডব, ছবি ও ভিডিও করায় পথচারীদের লাঠিপেটা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

রাজধানীর গুলশান সোসাইটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে তাণ্ডব চালিয়েছেন চালকরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে গুলশানের দিকে ঢুকতে গেলে সোসাইটির নিরাপত্তাকর্মীরা কয়েকটি অটোরিকশা আটক করেন। এ খবরে বিক্ষুব্ধ চালকরা দলবদ্ধ হয়ে আন্দোলনে নামে। একপর্যায়ে ছবি ও ভিডিও তুলতে গেলে পথচারী ও বাইকারদের লাঠিপেটা করেন তারা।

খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীরা পরে নিজেদের অভিযোগ লিখিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, গত কয়েকদিন ধরেই গুলশান ও বনানী এলাকায় রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করেছে গুলশান সোসাইটি। তবে চালকদের অভিযোগ, বনানীতে কোনো নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও সেখানেও তাদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাস্তায় রিকশা আটকানো, চাকা কেটে দেওয়া বা হাওয়া ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব কারণে চালকরা ক্ষোভ থেকে আন্দোলনে নেমেছেন।

তাণ্ডব প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, আগের এক আন্দোলনে বাইকাররা হেলমেট দিয়ে চালকদের মারধর করেছিলেন। তাই এবার তারা কাউকে ভিডিও করতে দেখলেই লাঠিপেটা করেন।

Nagad

অবশেষে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় এবং চালকরা তাদের দাবি তুলে ধরেন।