চানখারপুল গণহত্যা: ৮ জনের বিরুদ্ধে প্রথমবার ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন
রাজধানীর চানখারপুলে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা এবং শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
সোমবার (২১ এপ্রিল) এ প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।


তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে রাজধানীর চানখারপুলে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়, তার তদন্ত শেষ হয়েছে। এতে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা মানবতাবিরোধী অপরাধ, পরিকল্পিত সহিংসতা ও গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
এর আগে রোববার তিনি জানান, ওই সময়ের সহিংসতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ দলের অন্তত ৪৫ জন নেতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
তাজুল ইসলাম আরও বলেন, তদন্তে উঠে আসা বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ ও তথ্য থেকে স্পষ্ট হয় যে, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে।
জুলাই-আগস্ট গণহত্যা সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন যা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল হলো। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অন্যান্য ঘটনার তদন্তও দ্রুতই শেষ করে আদালতে উপস্থাপন করা হবে।