সুন্দরবনে অভিযান: জিম্মি থাকা দুই জেলে উদ্ধার, আটক ডাকাত সহযোগী

বাগেরহাট (মোংলা) প্রতিনিধি:বাগেরহাট (মোংলা) প্রতিনিধি:
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে অস্ত্রসহ আটক করা হয়েছে ডাকাত দলের দুই সহযোগীকে।

রোববার (২০ এপ্রিল) ভোর ৫টায় কোস্ট গার্ডের অভিযানে খুলনার পাইকগাছা থানার বাসিন্দা আজিজুল শেখ (৫৫) ও আলম গাজী (৩৭) নামে দুই জেলেকে উদ্ধার করা হয়। তারা গত ৮ এপ্রিল থেকে করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিলেন বলে জানা গেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার অভিযানের আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) রাত ১১টায় সুন্দরবনের কামারখোলা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে করিম শরীফ বাহিনীর সহযোগী মো. শাজাহান মোল্লা (৪৮) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়।

পরে রোববার রাত ৩টায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা থেকে বাহিনীর আরেক সহযোগী মো. সুমন হাওলাদার (৩০) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা করিম শরীফ বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অস্ত্র সরবরাহে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটক শাজাহান মোল্লা খুলনার দাকোপ থানার এবং সুমন হাওলাদার বাগেরহাটের মোংলা থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Nagad

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। সুন্দরবনকে দস্যু ও ডাকাতমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।