গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৩, লেবাননে আরও ২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া লেবাননে আরও দুজন প্রাণ হারিয়েছেন।

আজ সোমবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজায় দিনভর হামলা চালিয়ে নিহতদের মধ্যে অনেকে ছিলেন আল-মাওয়াসিরের তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’।

এদিকে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২০১ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৬৯।

গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের হামলা শুরু করে। গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে আবারও সংঘাত জোরদার হয়।

Nagad