চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬)। তিনি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার বাসিন্দা ও প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গরীবুল্লাহ পাড়ার ভান্ডারী কলোনি এলাকার একটি ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হানিফ নামের এক ব্যক্তির ভাড়া ঘরে খাবার খেতে গিয়েছিলেন মানিক। এ সময় মুখোশধারী ৮-১০ জন দুর্বৃত্ত অতর্কিতে শর্টগান দিয়ে গুলি চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাউজান থানার পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে শর্টগানের দুইটি খোসা উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Nagad