৬ দফা দাবিতে রোববার সারাদেশে মহাসমাবেশ কারিগরি শিক্ষার্থীদের
ছয় দফা দাবি আদায়ে রোববার (২১ এপ্রিল) সারাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশ করবে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা।
শনিবার (২০ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি শেষে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।


তিনি বলেন, “আমাদের দাবিগুলো যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, সে উদ্দেশ্যে মহাসমাবেশ করা হবে। একইসঙ্গে সমাবেশে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের যেকোনো ধরনের জনদুর্ভোগ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।”
এর আগে শুক্রবার ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া বৃহস্পতিবার রাতে ঢাকা পলিটেকনিকসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিলও হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠকেও সমাধান না পেয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
শনিবার মানববন্ধনে শিক্ষার্থীরা কুমিল্লায় সহপাঠীদের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদ জানান। একইসঙ্গে দেশের প্রতিটি ইনস্টিটিউটের সামনে প্ল্যাকার্ড হাতে ‘রাইজ ইন রেড’ শিরোনামে কর্মসূচি পালন করেন তারা।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে দুপুর পৌনে ১২টার দিকে মানববন্ধন শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা “রক্তে আগুন লেগেছে”, দেশ গড়ার হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, “কুমিল্লায় হামলা কেন, জবাব চাই” ইত্যাদি স্লোগান দেন।
কারিগরি ছাত্র আন্দোলনের অপর প্রতিনিধি মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, এই সরকারই আমাদের সরকার। কারিগরি শিক্ষায় বৈষম্য দূর করতে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
উল্লেখ্য, ছয় দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, কর্মসংস্থানে সমতা, শিল্পখাতে অন্তর্ভুক্তির সুযোগ, ডিপ্লোমা প্রকৌশলীদের সরকারি নিয়োগে অগ্রাধিকারসহ বিভিন্ন নীতিগত সংস্কার।