তুর্কি এয়ারলাইন্স বাংলাদেশ স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা শুরু ১৯ এপ্রিল
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও তুর্কি এয়ারলাইন্স বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৯-২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘তুর্কি এয়ারলাইন্স বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা-২০২৫’। এই প্রতিযোগিতা ঢাকার পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানেই এসব তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তুর্কি এয়ারলাইন্স বাংলাদেশ এর সেলস্ এন্ড স্টেশন অফিসিয়াল এজাজ কাদরী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানিত সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মোঃ মাছুদুল আলম, সাধারণ সম্পাদক জনাব বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন, এবং সিনিয়র স্পোর্টস অর্গ্যানাইজিং কমিটির সম্পাদক মোঃ সোহেল রানা (লিংকন)। এছাড়াও, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল এবং বিকেএসপি—মোট ৮টি দল।
১৯ এপ্রিল শনিবার বিকাল ৩:০০ টায় শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এই প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।