বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত: টাইমস অব ইন্ডিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যে ভারত বাংলাদেশের জন্য চালু থাকা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও স্থলপথে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে।

এ পরিস্থিতিতে টাইমস অব ইন্ডিয়া-র এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত।

ভারতের সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরে চাপ কমাতেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। তবে এর ফলে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে ভারতীয় কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের এই সিদ্ধান্তের আগেই বাংলাদেশ গত মার্চে তিনটি বন্দর বন্ধ করে এবং সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা চলতি সপ্তাহে জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে বেনাপোল কাস্টমসে সতর্কতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা দুই দেশের মধ্যে বাণিজ্য বাধাগ্রস্ত করেছে বলেও দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতের সঙ্গে বাণিজ্য সীমাবদ্ধ হয়ে পড়ায় বাংলাদেশ বিকল্প পথে এগোচ্ছে। এর অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে ঢাকা। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানি করেছে বাংলাদেশ।

Nagad