টানা ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহ, মার্চে রেকর্ড, এপ্রিলেও শক্ত ভিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

ঈদের পরও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে এসেছে ১০৫ কোটি ২৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৮৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড়ে প্রতিদিন এসেছে ৮ কোটি ৭৭ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ৭০ কোটি টাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিলের এই সময়ে—রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ডলার, একটি বিশেষায়িত ব্যাংক থেকে ৬ কোটি ২৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার।

চলমান ধারা অব্যাহত থাকলে এপ্রিল শেষে রেমিট্যান্স ২.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। গত বছর একই মাসে এসেছিল ২ বিলিয়ন ডলার।

এর আগে, মার্চ মাসে দেশে এসেছে রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি। একক মাসে এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার এবং ২০২০ সালের জুলাইয়ে এসেছিল ২৬০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডিসহ অবৈধ চ্যানেলে অর্থ পাঠানো রোধে সরকারের কড়া নজরদারির ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি রমজান ও ঈদ সামনে রেখে প্রবাসীরা পরিবারের জন্য অতিরিক্ত খরচ মেটাতে বেশি অর্থ পাঠাচ্ছেন।

Nagad

২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে মার্চ পর্যন্ত টানা সাত মাস ধরে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে:

জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫২.৮০ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার।

এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে।