সরকারি ওয়েবসাইট নিয়মিত হালনাগাদের নির্দেশ
জাতীয় তথ্য বাতায়নে অনেক সরকারি দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ না করায় সতর্ক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত অনেক মন্ত্রণালয়, বিভাগ ও তাদের অধীনস্থ দপ্তর ও সংস্থার ওয়েবসাইটে নিয়মিত তথ্য হালনাগাদ করা হচ্ছে না। বিশেষ করে কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ছবি ও দাপ্তরিক ই-মেইল ঠিকভাবে আপলোড করা হচ্ছে না।


চিঠিতে এ অবস্থাকে ‘গুরুত্বপূর্ণ অনিয়ম’ হিসেবে উল্লেখ করে বলা হয়, সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে সব কর্মকর্তার তথ্যসহ অন্যান্য প্রয়োজনীয় কনটেন্ট নিয়মিত হালনাগাদ করতে হবে।
এ বিষয়ে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।