অ্যাস্টন ভিলাকে হতাশ করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি
দুই লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলাকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। প্রথম লেগে ৩-১ গোলের জয়ই শেষ পর্যন্ত টিকিট এনে দেয় ফরাসি ক্লাবটিকে। দ্বিতীয় লেগে ভিলার ৩-২ গোলের জয় যথেষ্ট হয়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে ভিলা পার্কে ম্যাচের শুরুতেই পিএসজিকে এগিয়ে দেন আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। এরপর ইউরি টিয়েলেমান্সের গোলে ব্যবধান কমায় ভিলা। দ্বিতীয়ার্ধে জন ম্যাকগিন ও কন্সার গোলে এগিয়েও যায় তারা। কিন্তু বাকি এক গোলের ব্যবধান আর ঘোচাতে পারেনি ইংলিশ ক্লাবটি।


ম্যাচে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ভিলা। বিশেষ করে ম্যাচের একেবারে শেষ দিকে ইয়ান মাটসেনের একটি শট গোলমুখে আটকে গেলে হতাশায় ডাগআউটে শুয়ে পড়েন কোচ উনাই এমেরি।
প্রতিরক্ষায় দারুণ নৈপুণ্য দেখান পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে সেমিফাইনালে পৌঁছাতে সহায়তা করেন।