বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও চালু হয়েছে। ফলে এখন কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে আদানি গ্রুপের একটি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রথম ইউনিট থেকে ৭৩৯ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৩৭ মেগাওয়াট—মোট ১,৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গ্রুপের এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, প্রতিটির সক্ষমতা ৮০০ মেগাওয়াট। বাংলাদেশে সর্বোচ্চ ১,৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা রয়েছে এই কেন্দ্রের।

তবে গত ৮ এপ্রিল প্রথম ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ হয়ে যায় এবং তখন দ্বিতীয় ইউনিট থেকে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চলছিল। কিন্তু শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একই কারণে দ্বিতীয় ইউনিটটিও বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

শুক্রবার বিদ্যুৎ চাহিদা তুলনামূলক কম থাকায় ততটা প্রভাব পড়েনি। তবে শনিবার দিনে কিছু এলাকায় লোডশেডিং হয়েছে। সেদিন দুপুর ৩টার দিকে সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার মেগাওয়াট, যার মধ্যে ৪২৮ মেগাওয়াট ঘাটতি ছিল। এর আগের দুই ঘণ্টাতেও ৩০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করা হয়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বাড়ানো হয় এবং গ্যাস সরবরাহ বাড়ানোর অনুরোধ জানানো হয় পেট্রোবাংলাকে।

Nagad

তবে মঙ্গলবার সন্ধ্যায় আদানির প্রথম ইউনিট চালু হওয়ায় স্বস্তি ফিরে আসে, আর দ্বিতীয় ইউনিট চালু হওয়ায় এখন আর বিদ্যুৎ সরবরাহ নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।