এলডিসির উড়োজাহাজ আকাশে, জরুরি অবতরণের সুযোগ নেই: আনিসুজ্জামান চৌধুরী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে জরুরি অবতরণের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এলডিসির উড়োজাহাজ এখন আকাশে উড়ছে। নানা সমস্যা থাকলেও উত্তরণ থেকে পিছিয়ে আসার পথ নেই।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এলডিসি উত্তরণ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের আর ভিক্ষাবৃত্তির মানসিকতা চলবে না। যেসব সমস্যা রয়েছে, সেগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় সে চেষ্টা অব্যাহত থাকবে।

বিশেষ দূত জানান, এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া তদারকিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরাসরি সার্বিক কার্যক্রম মনিটর করবেন। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি সার্চ কমিটি গঠনের প্রস্তুতি চলছে, যেখানে সরকারি-বেসরকারি খাতের বিশেষজ্ঞরা থাকবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

Nagad