সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কর্পোরেট সেবা দেবে টেলিটক
সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ, সুরক্ষিত, সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সমান অধিকারের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া এনজিও ‘উৎস বাংলাদেশ’-এর সঙ্গে কর্পোরেট সেবা চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
১৫ ফেব্রুয়ারি তারিখে টেলিটক ও উৎস বাংলাদেশ-এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে উৎস বাংলাদেশ-কে ভয়েস ও ইন্টারনেটসহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা প্রদান করবে।


চুক্তিতে উৎস বাংলাদেশ-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার মাহমুদ এবং টেলিটকের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. সাইফুর রহমান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উৎস বাংলাদেশ-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক নীলিমা আক্তার মজুমদার এবং টেলিটকের উপ-মহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস) নীলমণি আইচসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।