সয়াবিন তেলের দাম বেড়ে ১৮৯ টাকা, মেনে নিলো সরকার
সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর ব্যবসায়ীদের প্রস্তাব মেনে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে আজ থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ছে।
নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৮৯ টাকা (আগে ছিল ১৭৫ টাকা), পাঁচ লিটার বোতলের দাম ৯২২ টাকা (আগে ছিল ৮৫২ টাকা), খোলা সয়াবিন ও পাম তেল প্রতি লিটার ১৬৯ টাকা (আগে ছিল ১৫৭ টাকা)।


রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন দাম কার্যকরের ঘোষণা দেয়। এর একদিন পর বাণিজ্য মন্ত্রণালয়ও একই দাম অনুমোদন করে। এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয় বাণিজ্য সচিবের কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ব্রিফিংয়ে।
এর আগে ৬ ও ৮ এপ্রিল দুই দফা বৈঠকেও দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হলেও তখন কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, শুল্ক ছাড়ের সময়সীমা ৩১ মার্চ শেষে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে সমন্বয় হয়নি। তারা ২৭ মার্চ থেকেই দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে আসছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া বেআইনি। তারপরও ব্যবসায়ীরা আগেভাগে ঘোষণা দেয়ায় তাদের বৈঠকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়। এতে অংশ নেয় টিকে, মেঘনা, সিটি গ্রুপসহ বড় বড় কোম্পানির প্রতিনিধি ও ট্যারিফ কমিশন।
পরে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে দরকষাকষা শেষে পূর্ব প্রস্তাবের তুলনায় কিছুটা কম দামেই অনুমোদন দেয়।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো আমদানি পর্যায়ে শুল্ক ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশে সাড়া দেয়নি। উল্লেখ্য, সর্বশেষ গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, তখন প্রতি লিটার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়।