আগামী অর্থবছর থেকে কাগজে রিটার্ন গ্রহণ নয়: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী অর্থবছর (২০২৫-২৬) থেকে কাগজে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে না। সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে ১ কোটি ১৪ লাখ টিনধারী রয়েছে, অথচ এর মধ্যে দুই-তৃতীয়াংশ রিটার্ন জমা দেন না। আয়কর আদায় বাড়াতে রিটার্ন বাধ্যতামূলক করতে হবে। আমরা অটোমেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এতে স্বচ্ছতা ও কার্যকারিতা দুটোই বাড়বে।

চেয়ারম্যান আরও বলেন, বিগত সময়ে অটোমেশন কার্যক্রমে গতি ছিল না, কিন্তু এখন আর তা থেমে নেই। বড় পরিসরে অটোমেশন প্রকল্প নেওয়া হয়েছে। ব্যবসায়ীরাও অটোমেশনের প্রয়োজনীয়তা বুঝতে পারছেন।

করপোরেট করহার বিষয়ে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করপোরেট করহার কমানো হবে না। গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা অনেক বেড়েছে। সেই ঋণ পরিশোধে রাজস্ব আদায় বাড়াতে হবে। তাই কর কমানোর সুযোগ নেই।

এ সময় এনবিআর চেয়ারম্যান সব খাতের জন্য একটি বৈষম্যহীন করব্যবস্থা চালুর প্রত্যাশা ব্যক্ত করেন।

Nagad