রংপুরে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন
বাংলাদেশের রংপুরে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন সরকার। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে ঘিরে উপহারস্বরূপ এ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।


তিনি জানান, এছাড়া চীন সরকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি’ স্থাপনেও সহায়তা দিচ্ছে। এর প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারা এই রোবোটিক ফিজিওথেরাপি সুবিধা থেকে সেবা নিতে পারবেন। ভবিষ্যতে এ সুবিধা সব সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এতে দেশে পুনর্বাসন ও ফিজিওথেরাপি সেবায় নতুন মাত্রা যোগ হবে।