চৈত্র সংক্রান্তি আজ, বিদায়ী বছরের শেষ দিন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

আজ চৈত্র মাসের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। বাংলা বর্ষপঞ্জির শেষ দিনটি ‘সংক্রান্তি’ নামে পরিচিত। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২-র সূচনা হবে।

চিরায়ত বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে চৈত্র সংক্রান্তি উদযাপন করা হয় পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে। মনে করা হয়, এই সংক্রান্তি থেকেই উৎসবমুখর পহেলা বৈশাখ উদযাপনের ধারণা এসেছে। ফলে চৈত্র সংক্রান্তিও বাঙালির আরেক অসাম্প্রদায়িক সংস্কৃতি-উৎসবের প্রতীক।

এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় নিয়ম অনুযায়ী স্নান, ব্রত, উপবাস, দান ইত্যাদি পালন করে থাকেন। অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ বিশ্বাস অনুযায়ী নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন।

চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে গ্রামবাংলায় আয়োজিত হয় নানা ধরনের মেলা ও লোকজ উৎসব। হালখাতার প্রস্তুতি, দোকান সাজানো, লাঠিখেলা, গান, সং যাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রা ইত্যাদি নানা আয়োজনে মুখর থাকে এ উৎসব।

চৈত্র সংক্রান্তির অন্যতম আকর্ষণ চড়ক উৎসব। এই উৎসবের অংশ হিসেবে শিবতলা থেকে শুরু হয় শোভাযাত্রা, যেখানে শিব-গৌরী সেজে নৃত্য করেন ভক্তরা। নন্দি, ভৃঙ্গী, ভূত-প্রেত, দৈত্য-দানব রূপ ধারণ করে এই শোভাযাত্রায় অংশ নেন তারা।

চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরোনো বছরের ক্লান্তি, দুর্ভাগ্য ও কষ্টকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রত্যাশায় বাঙালি জাতি আগামীর পথে যাত্রা শুরু করবে। আগামীকাল পহেলা বৈশাখে নবআশা ও সম্ভাবনার আলোয় উদ্ভাসিত হবে নতুন ভোর।

Nagad