বিদ্যমান বিচারক সংকট থাকবে না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংগৃহীত ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, অল্প সময় হয়েছে দায়িত্ব নিয়েছি, তবে সরকারে থাকাকালেই এই সমস্যা সমাধান করা হবে।

শনিবার (১২ এপ্রিল) বান্দরবানে চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জমি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি জেলা ও দায়রা জজ আদালতের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং একটি মতবিনিময় সভায় অংশ নেন।

আইন উপদেষ্টা বলেন, “বর্তমানে বিচারক সংকট ও লজিস্টিক সমস্যা রয়েছে। নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও আমরা দায়িত্বে থাকাকালে এই সংকট নিরসনের জন্য কাজ করে যাব।”

তিনি আরও বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো সালিশের মাধ্যমে নিষ্পত্তির বিষয়টি চিন্তাধীন রয়েছে। সালিশে নিষ্পত্তি না হলে মামলাগুলো আদালতে পাঠানো হবে, এতে কোর্টের ওপর চাপ কমবে।

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর আলোকে বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়।

Nagad