ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই অবস্থান তুলে ধরেন।

শুক্রবার (১১ এপ্রিল) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, গাজার বাসিন্দারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সামগ্রী থেকেও বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, “যুদ্ধবিরতির সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি গুলিয়ে ফেলা যাবে না।”

ফয়সাল বিন ফারহান আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় বাধাহীন খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও জানান, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের ওপর সৌদি আরব আস্থা রাখে।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা যৌথ বিবৃতি দেন, যেখানে গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। একইসঙ্গে ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে এই তিনটি অঞ্চল একীভূত করার আহ্বান জানানো হয়।

Nagad

উল্লেখ্য, বর্তমানে পশ্চিমতীর নিয়ন্ত্রণে রয়েছে পিএ, আর গাজা শাসন করছে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজকেও মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় জানুয়ারিতে যুদ্ধবিরতি শুরু হলেও তা দুই মাসের মধ্যেই ভেঙে যায়। এরপর ১৯ মার্চ থেকে আবারও নতুন করে হামলা শুরু করে ইসরায়েল।