নাইটক্লাবের ছাদ ধসে গায়ক রুবি পেরেজসহ নিহত ১৮৪, এখনও অনেকে চাপা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর বিখ্যাত জেট সেট নাইটক্লাবের ছাদ ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮৪ জন। দুর্ঘটনার সময় ক্লাবটিতে জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। এ দুর্ঘটনায় গায়ক রুবিও মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটে। ওই সময় ক্লাবটিতে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ থেকে ১ হাজার অতিথি। নাইটক্লাবটি ৭০০ জন বসে ও প্রায় ১ হাজার জন দাঁড়িয়ে উপভোগ করার মতো ধারণক্ষমতা রাখলেও কী কারণে ছাদ ধসে পড়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনার পরপরই ৪০০-এরও বেশি উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করে। এখনো বহু মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন জরুরি সাড়াদান কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ।

দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পৌরসভার গভর্নর-ও রয়েছেন। ক্লাবের ভেতরের ভিডিও ফুটেজে দেখা যায়—অনেকে মঞ্চের সামনে বসে গান উপভোগ করছিলেন, কেউবা পেছনে দাঁড়িয়ে রুবি পেরেজের গানের সঙ্গে নাচছিলেন।

গায়ক রুবি পেরেজের মেয়ে জুলিনকা পেরেজ জানান, তার বাবাকে ধ্বংসাবশেষের নিচে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। আমরা তাকে গান গাইতে শুনেছিলাম,—বলেছেন জুলিনকা। তিনি গাইছিলেন যাতে উদ্ধারকারীরা তাকে খুঁজে পান। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি বেঁচে ফিরতে পারেননি।

গায়ক রুবি পেরেজকে ডমিনিকান রিপাবলিকের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে ধরা হতো। ১৯৮৭ সালে সলো ক্যারিয়ার শুরু করে তিনি ‘বুসকানডো তুস বেসোস, ডামে ভেনেনো, হাজমে অলভিদারলা, এনামোরাদো দে এয়া’-সহ বহু হিট গানের মাধ্যমে জনপ্রিয়তা পান।

Nagad

নাইটক্লাব ‘জেট সেট’ প্রতি সোমবার সন্ধ্যায় কনসার্ট আয়োজন করত, যেখানে স্থানীয় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও বিভিন্ন পেশার তারকারা নিয়মিত উপস্থিত থাকতেন।