মার্তিনেজের জালে তিন গোল, পিএসজির দুর্দান্ত জয়
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজি দেখিয়ে দিল তাদের আক্রমণভাগের দাপট। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে লুইস এনরিকের দল। যদিও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা, তবে ফরাসি তারকা দেসিরে দুয়ে এবং ‘নতুন ম্যারাডোনা’ খ্যাত খাভিচা কাভারাৎসখেলিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় পিএসজি।
ম্যাচের শুরুতেই আলোচনায় ছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ। মাথায় বিশ্বকাপ লোগো খচিত ক্যাপ ও আর্জেন্টিনার পতাকার রঙে চুল রাঙিয়ে পা রাখেন ফ্রান্সে, যেন এক মানসিক লড়াই শুরু হয়েই গেছে মাঠে নামার আগেই। ফ্রান্সের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, মার্তিনেজকে সামনে পেয়ে বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিতে চান।


মাঠে নেমে সেই প্রতিশোধের ইঙ্গিতও মিলেছে। যদিও প্রথম গোল পেয়েছিল সফরকারী ভিলা। প্রতি-আক্রমণে শুরু হয় সেই গল্প। পিএসজির পা থেকে বল কেড়ে নিয়ে জন ম্যাকগিন শুরু করেন আক্রমণ। বল যায় টিলেমেন্সের পায়ে, যেখান থেকে নিখুঁত এক ক্রসে গোল করেন রজার্স। ভিলা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
তবে এই গোল যেন পিএসজিকে আরও তাতিয়ে তোলে। গোল হজমের চার মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। দূরপাল্লার শটে মার্তিনেজকে পরাস্ত করেন দেসিরে দুয়ে, ম্যাচে ফেরে উত্তেজনা।
বিরতির পর শুরুতেই জ্বলে ওঠেন খাভিচা কাভারাৎসখেলিয়া। মার্কিংয়ে থাকা ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দুর্দান্ত এক শটে পিএসজিকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে থ্রু পাস ধরে তৃতীয় গোলটি করেন নুনো মেন্দেজ।
মার্তিনেজ পুরো ম্যাচে আটটি দুর্দান্ত সেইভ আর নয়টি রিকভারি করলেও একা হাতে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। পিএসজির বাঁধভাঙা আক্রমণের সামনে শেষমেশ তিন গোল হজম করতে হয়েছে এই বিশ্বকাপজয়ী কিপারকে।
আগামী বুধবার ফিরতি লেগে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে আবার মুখোমুখি হবে দুই দল। তবে ৩-১ গোলের লিড নিয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছে ফরাসি জায়ান্টরা।