জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পেলেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, খলিলুর রহমানের নতুন পদবি হবে— ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত কাজেও সহায়তা করবেন।

উল্লেখ্য, উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ গত বছরের ১৯ নভেম্বর ড. খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেয় সরকার।