বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেলেন বিনিয়োগকারী কিহাক সাং
বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী, ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলনে এই সম্মাননা প্রদানের ধারণা প্রথমবারের মতো উঠে আসে। ফোরামের ফাঁকে সাবেক জাতিসংঘ মহাসচিব ও কোরিয়ান নাগরিক বান কি–মুন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে কিহাক সাংকে সম্মানিত করার পরিকল্পনা জানতে চান। তখনই প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।
বিবৃতিতে আরও জানানো হয়, আজকের অনুষ্ঠানে আবেগাপ্লুত কিহাক সাং বলেন, “আমি সবসময় বিশ্বাস করতাম, কোনো না কোনো দিন বাংলাদেশের নাগরিক হব। কিন্তু এটা আমার প্রত্যাশার পাঁচ বছর আগেই হলো।”
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড (KEPZ)-এর প্রতিষ্ঠাতা কিহাক সাং বাংলাদেশের জন্য ব্যতিক্রমী অবদান রেখেছেন। শুধু ৭২ হাজার মানুষের কর্মসংস্থানই তৈরি করেননি, বরং তার প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের সব আয়ই দেশে পুনঃবিনিয়োগ করেছেন, যা বিরল দৃষ্টান্ত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এই সম্মানসূচক নাগরিকত্বের মাধ্যমে কিহাক সাং এমন একটি তালিকায় অন্তর্ভুক্ত হলেন, যেখানে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী, ফাদার রিচার্ড মেরিনো এবং প্রখ্যাত ক্রিকেট ব্যক্তিত্ব গর্ডন গ্রিনিজ।
বিবৃতির শেষাংশে বলা হয়, “অভিনন্দন, কিহাক। আপনি এখন সত্যিই আমাদের!”