বাংলাদেশে ব্যবসার বিশাল সুযোগ, বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

বিশ্বকে বদলে দেওয়ার মতো ধারণা বাংলাদেশের আছে উল্লেখ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে এখন ব্যবসার বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের ব্যবসা কেবল এ দেশের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ একটি ছোট গ্রামে শুরু হয়েছিল, আজ তা বিশ্বের বড় বড় অর্থনীতির অংশ হয়ে গেছে। আমেরিকায়ও এটি এখন অন্যতম বড় ব্যবসায় পরিণত হয়েছে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কিছুক্ষণ নীরব থাকেন তিনি। এরপর বলেন, বিশ্বকে বদলাতে চাইলে ব্যবসাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মানুষের ভাগ্য বদলে দেওয়ার মতো অনুভূতি পৃথিবীতে খুব কম আছে। আমরা চাইলে কার্বন নিঃসরণমুক্ত একটি নতুন সভ্যতা গড়ে তুলতে পারি, কারণ বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী পথে হাঁটছে।

তরুণদের প্রতি বিশেষ আশাবাদ ব্যক্ত করে ড. ইউনূস বলেন, তরুণরাই একত্রে পৃথিবীকে বদলাবে। তারা আর সরকারের অপেক্ষায় থাকবে না। এখনই নতুন বিশ্ব গড়তে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে বিনিয়োগ মানে কেবল আর্থিক লাভ নয়, এটি একটি বৈশ্বিক সামাজিক আন্দোলনের অংশ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, দারিদ্র্য দূর করতে হলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নত কাঠামো তৈরি করতে হবে। সামাজিক ব্যবসার জন্য বাংলাদেশই হতে পারে আদর্শ ক্ষেত্র।

Nagad

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে ৭ এপ্রিল। তবে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ৯ এপ্রিল।