চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকাল ০৪টায় জেলা রোভার কার্যালয়ে কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও জেলা রোভার কমিশনার প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী এলটি। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রাক্তন পরিচালক ও জেলা রোভারের সহ-সভাপতি মুহাম্মদ রুহুল আমীন খান।

বক্তব্য প্রদান করেন জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সম্পাদক এ,জেড,এম বোরহান উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, সহকারী কমিশনার প্রফেসর ডঃ মোঃ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মোঃ জামাল উদ্দীন হায়দার, এমরানুল ইসলাম, ডিআরএসএল এস,এম, হাবিব উল্লাহ,যুগ্ম সম্পাদক মোঃ আবু সালেহ, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ফরিদুল আলম,শামসুল হক, সহযোজিত সদস্য বি ইউ এম এমরান চৌধুরী, নাজনীন সুলতানা, আরএসএল মোঃ জমির উদ্দীন, হাবিবুর রহমান, সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ আবু নাঈম, আরফা তালুকদার প্রমুখ।