২২ বিলিয়ন ডলারের স্যামসাং বিনিয়োগ ভেস্তে যায় জমি জটিলতায়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

উপযুক্ত সুযোগ-সুবিধার অভাবে স্যামসাংসহ অনেক বড় আন্তর্জাতিক বিনিয়োগকারী অতীতে বাংলাদেশ থেকে ফিরে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া চার দিনব্যাপী বিজনেস সামিটের প্রথম দিন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১২-১৩ সালে কোরিয়ান ইপিজেড চেয়ারম্যান স্যামসাংয়ের ২২ বিলিয়ন ডলারের একটি বড় বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছিলেন। কিন্তু জমি মিউটেশনের জটিলতা ও প্রশাসনিক অদক্ষতার কারণে তারা সেই বিনিয়োগ ভিয়েতনামে সরিয়ে নেয়।

চৌধুরী আশিক বলেন, “এমন আরও বহু বিনিয়োগ প্রস্তাব সঠিক পরিবেশের অভাবে বাস্তবায়ন হয়নি। আমরা এখন লাল ফিতার দৌরাত্ম্য বন্ধে কাজ করছি এবং একটি প্রজেক্ট অ্যাম্বাসেডর টিম গঠন করে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিচ্ছি।”

তিনি আরও বলেন, “ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডের তুলনায় বাংলাদেশে ব্যবসা পরিচালনার খরচ তুলনামূলক কম। আমাদের কর্মীরা দ্রুত শেখে—এটি একটি বড় সুবিধা। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আগামী ১২ মাসে ধারাবাহিক যোগাযোগ রাখা হবে।”

স্টার্টআপ ইকোসিস্টেম নিয়েও কাজের কথা জানিয়ে তিনি বলেন, “আমরা স্টার্টআপদের পাশে থাকার বার্তা দিয়েছি এবং সবাইকে সহায়তা করতে চাই।”

Nagad