ইসরায়েলের ‘অসাধারণ বন্ধু’ ট্রাম্প: নেতানিয়াহু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের “অসাধারণ বন্ধু” বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউজে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান, ইসরায়েল এবং বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। তিনি নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী ‘সেরা মার্কিন প্রেসিডেন্ট’ বলেও দাবি করেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে এবং সেই আলোচনা শনিবার থেকে শুরু হবে।

তিনি বলেন, “আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। আশা করছি একটি চুক্তি হবে। প্রকাশ্যে কাজ করার চেয়ে সমঝোতায় আসা ভালো। তবে ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে রাজি না হয়, তাহলে তারা বড় বিপদে পড়বে।”

ইরানের পক্ষ থেকেও আলোচনায় আগ্রহের কথা জানানো হয়েছে, তবে তারা মধ্যস্থতার মাধ্যমে পরোক্ষ আলোচনা চায় বলে জানায় তেহরান।

বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি ইসরায়েল ও ইহুদি জনগণের একজন অসাধারণ বন্ধু।”

নেতানিয়াহু আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার ব্যাপারে কাজ চলছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, এটি সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত হবে।

Nagad

এছাড়া ট্রাম্পের সঙ্গে বৈঠকে হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান নেতানিয়াহু। তিনি বলেন, জিম্মিদের সবাইকে ফিরিয়ে আনতে আরেকটি চুক্তির বিষয়ে কাজ চলছে এবং এটি সফল হবে বলে আশা করছেন।